সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তরুণ প্রজন্মকে দলকানা হলে চলবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়সহ ফটোসেশনে অংশ নেন সারজিস আলম। এতে স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের পর সারজিস আলম বলেন, আমাদের দলকানা হওয়া যাবে না। সেটা যে দলেরই হোক। কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে; সে যেই হোক না কেন প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নিবেন।
তিনি বলেন, আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে সেটা কী কারণে হয়েছে এটা মনে রাখতে হবে। যারা ক্ষমতাপিপাসু, যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি; তাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।
রিয়াদ