ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

লেবানন 

সরকারি উদ্যোগে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

প্রকাশিত: ০৩:৫৩, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০৩:৫৪, ৬ নভেম্বর ২০২৪

সরকারি উদ্যোগে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

প্রবাসী। ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে সরকারি উদ্যোগে দেশে ফিরেছেন আরও ১৫১ জন প্রবাসী।

আন্তর্জাতিক অভিভাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ সময় তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আইওএম’র বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালী।

এর আগে সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
 
এখন পর্যন্ত লেবাননে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। 

এসআর

×