ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের গুজব

প্রকাশিত: ২১:০২, ৪ নভেম্বর ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের গুজব

একটি ভিডিও কেন্দ্র করে আবারও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অথবা অপসারণ দাবিতে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণভবনের সামনে বিক্ষোভ এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে  সংঘর্ষের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে অনেকের কাছে মনে হয়েছিল যে, রাষ্ট্রপতি হয়তো শিগগিরই পদত্যাগ করবেন। কিন্তু এবার সে আগুনে ঘি ঢালল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু গুজব।

 

 

 

 

 

রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ১ নভেম্বর ‘নিপুণ রায় চৌধুরী বিএনপি’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ওই ভিডিওতে বলা হয়, রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ত্যাগ করেছেন। এই দাবি ভুয়া এবং পুরনো কিছু ভিডিও ও ছবি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। 

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেননি, বরং পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ও ছবি প্রচার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটিতে প্রচারিত ভিডিওতে রাষ্ট্রপতির বঙ্গভবন ছেড়ে যাওয়ার দাবিতে সংযুক্ত ফুটেজটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও এর ফুটেজের সঙ্গে মিল পাওয়া যায়।ভিডিওটির বর্ণনায় যানা যায়, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন মনোনয়নপত্র দাখিলের পরবর্তী সময়ের ফুটেজ এটি।

উক্ত ভিডিওটির সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের দাবির কোনো সম্পর্ক নেই। তা ছাড়া ভিডিওটিতে ব্যবহৃত অন্য ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানেও দেখা যায় সেগুলো মূলত পুরনো ও ভিন্ন ঘটনার দৃশ্য।

ফুয়াদ

×