
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একজন ইন্টারনেট ব্যবহারকারী অবশ্যই বট (Bot) শব্দটি শুনে থাকবেন। বট হচ্ছে রোবট শব্দের সংক্ষিপ্ত রূপ। বট একটি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটর মাধ্যমে কাজ করে থাকে। বিশেষ কাজের জন্য বিশেষ ধরনের বট প্রোগ্রাম ব্যবহার করানো হয়। কিছু বট নিজে থেকেই কাজ করে আবার কিছু বট কাজ করে যখন কেউ ইনপুট ব্যবহার করে। কিছু ম্যালিসিয়াস বট রয়েছে যা আপনার সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে।
বট মূলত এক ধরনের কম্পিউটার সুতরাং ইন্টারনেটের বিভিন্ন ধরনের কাজে বট ব্যবহার করা হয়ে থাকে। বট মূলত কাজ করে থাকে ইন্টারনেট জুড়ে, তবে এদের মধ্যে কিছু বটের সাথে আমরা প্রতিনিয়ত সময় কাটাই।
চ্যাট বট বিভিন্ন ধরনের বিজনেস ওয়েবসাইটে চ্যাট বট ইন্সটল করানো থাকে। গ্রাহকের সাথে এরা মানুষের মতই চ্যাট করে এবং কমন প্রশ্নের উত্তর দিতে পারে। বর্তমানে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ যেমন- ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ ইত্যাদিতে অনেক চ্যাট বট লক্ষ্য করা যায়।
গ্রাহকের প্রশ্নের উত্তর যদি বটের প্রোগ্রামে থাকে তবে তা তৎক্ষনাৎ তার উত্তর দিবে নতুবা বটের প্রোগ্রামে আছে এমন প্রশ্ন রিলেটেড কোন লিংক শেয়ার করার চেষ্টা করবে। অর্থাৎ বট সকল প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম নন, কেবল প্রোগ্রামে থাকা উত্তর গুলোই দিতে সক্ষম হতে পারে।
সোশ্যাল বট মানুষের পাশাপাশি বটদেরও বিভিন্ন ধরনের সোশ্যাল একাউন্ট রয়েছে। ঈই বট গুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন কেউ ভূল তথ্য ছড়ায়, আবার কেউ উল্টা পাল্টা কমেন্ট করে, কোন কোন বট আবার ফেইক বোটিং এর কাজে ব্যবহার করা হয়।
তবে খারাপ দিকের মত অনেক ভালো দিক রয়েছে এই সোশ্যাল বটের। যেমন কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং এর কাজ, কোন ম্যাসেজ কোটি কোটি মানুসে কাছে পৌঁছে দেওয়ার কাজেও ব্যবহার করা হয় এই সোশ্যাল বট।
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইদানীং সোস্যাল মিডিয়ায় কোন পোস্ট করলে দেখা যায়,বিভিন্ন ফেসবুক আইডি থেকে কমেন্ট করতে হাসিনার পক্ষ নিয়ে।এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে মূলত হাসিনার ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ।
আগস্টে গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগে ডিসমিসল্যাব প্রায় ১ হাজার ৩৬৯টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে তারা।এতে বলা হয়, ভুয়া ফেসবুক প্রোফাইলগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে ১৯৭টি পোস্টে সমন্বিতভাবে ২১ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে। একই মন্তব্য বিভিন্ন প্রোফাইল থেকেও পোস্ট করা হয়েছে।
আইটি বিশ্লেষকরা বলছেন,সোস্যাল বট ও চ্যাট বটের মাধ্যমেই এসব অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন যতদ্রুত সম্ভব হাসিনার এসব বট আইডির পোস্টমর্টেম করে,দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
ফুয়াদ