ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ট্রাফিক অভিযানে ১১৯ গাড়ি জরিমানা

৩০০ ফিটে যান চলাচল শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০০:১৮, ২ নভেম্বর ২০২৪

৩০০ ফিটে যান চলাচল শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা

রাজধানীর ৩০০ ফিট সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকার মামলা করা হয়। এ ছাড়া চারটি গাড়ি জব্দ ও এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়ি চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ ৩০০ ফিট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।যৌথ অভিযানে ১১৯টি মামলা হয় এবং ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। 

রাজু

×