ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

এই সরকার কোনো স্থিতিশীল পরিবেশে নাই: হাসনাত

প্রকাশিত: ২৩:২৩, ১ নভেম্বর ২০২৪

এই সরকার কোনো স্থিতিশীল পরিবেশে নাই: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতের ষড়যন্ত্র যেমন সারিয়ে তুলতে হচ্ছে, তেমনি বর্তমান ষড়যন্ত্রগুলোকেও মোকাবেলা করতে হচ্ছে। তাই এই সরকার কোনো স্থিতিশীল পরিবেশে নাই। তারপরও সরকার যেখানে ভুল করছে সীমাবদ্ধতা দেখাচ্ছে, সেখানেও কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি।’ 

 

 

তিনি আজ শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মিলনায়তনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও আহত সহযোদ্ধাদের আর্থিক সহায়তা ও পরিবারের স্বজনদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।  

এসময় হাসনাত আব্দুল্লাহ আহত ও নিহতদের পরিবারের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা বিগত সময়ে ফ্যাসিবাদের দোসর ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত সহায়তা নিয়ে মামলা করবেন। তাদেরকে যারা মামলা থেকে বাঁচিয়ে দিতে চায়, তাদেরও নাম প্রকাশ করতে হবে। এসব নাম কোনো পক্ষ হিসেবে নয় বরং অকাট্য হিসেবে প্রকাশ করতে হবে।’

দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠানে আন্দোলনে আহত ও নিহত ২৫টি পরিবারকে বেসরকারিভাবে ১৩ লাখ টাকা দেওয়া হয়।

 

পরে শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে দেবিদ্বারের বিভিন্ন রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

 

ফুয়াদ

×