ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আলুর দাম উর্ধ্বমুখী

প্রকাশিত: ১৩:২১, ১ নভেম্বর ২০২৪

আলুর দাম উর্ধ্বমুখী

আলু

  • কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আলুর দাম। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি করতে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীতে সাতটি টিম অভিযান পরিচালনা করেছে। তাদের মধ্যে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার আগারগাঁওয়ের তালতলা বাজার পরিদর্শন করেন।

তবে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ফের বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৬০ টাকায় আর গতকাল বৃহস্পতিবার ঢাকার বাজারগুলোতে তা ৬৫ থেকে ৬৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে ৬৮ থেকে ৭০ টাকায়ও বিক্রি হয়েছে আলু। 

আলুর দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল সরেজমিন তেজগাঁওয়ের কলমিলতা বাজারে দেখা যায়, ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু। ওই বাজার থেকে ৬৫ টাকা দরে পাঁচ কেজি আলু কেনা গোলাম কিবরিয়া বলেন, দুদিনেই কেজিতে ৫ টাকা বেড়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।


 

টুম্পা

×