পাটের ব্যাগ
পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে আজ শুক্রবার থেকে সারাদেশে কাঁচাবাজার ও সুপারশপে অভিযান পরিচালনা করবে সরকার। পুরো নভেম্বর মাসে এই অভিযান পরিচালনা করা হবে। গত ১ অক্টোবর থেকে সারাদেশের সুপারশপে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়। আজ থেকে কাঁচাবাজারেও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা হবে। কিন্তু পরিবেশবান্ধব পাট বা কাপড়ের পর্যাপ্ত ব্যাগ সরবরাহ না থাকায় রাজধানীর বিভিন্ন সুপারশপে এখনো জালি ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে। এ ছাড়া পাটের ব্যাগের দাম কমানোর দাবি জানান ক্রেতারা।
এদিকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করার জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ^াসকে। কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম সচিব (পরিবেশ-১ অধিশাখা) মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)। এই কমিটি আজ শুক্রবার থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনে মাঠ কার্যক্রম পরিদর্শন করবে।
এ বিষয়ে কমিটির প্রধান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ^াস জনকণ্ঠকে বলেন, ‘দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করা কমিটির প্রধান কাজ। পুরো নভেম্বর মাস ধরেই এই অভিযান পরিচালনা করা হবে। আমরা প্রথমেই মোবাইল কোর্ট ব্যবহার করব না। পলিথিন ব্যবহারের ক্ষতিকর বিষয়টি সবাইকে বুঝানো হবে। সচেতনতার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। পরবর্তীতে পলিথিন উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আমরা চাই না করও বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নিজে থেকে যদি পলিথিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয় তা হলে আরও অভিযানের দরকার হবে না। কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও মিনিবাজার সুপারশপে পরিদর্শন করা হবে। পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।’
জানা গেছে, পলিথিন ব্যবহারে নিজেদের সচেতনতা বাড়াতে ২০১০ ও ২০১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করবে সরকার। পাশাপাশি পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয় এক অনুষ্ঠানে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। শুধু পলিথিনের শপিং ব্যাগ বন্ধ করা হচ্ছে। কোনো সুপারশপ পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষ যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, তা হলে উৎপাদনও বন্ধ হবে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। কেউ ইচ্ছে করে গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব বুঝে মানুষ যেন এটি থেকে সরে আসে, সে উদ্যোগ নেওয়া হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।’
সুপারশপে এখনো জালি ব্যাগ ॥ এর আগে গত ১ অক্টোবর থেকে সারাদেশের সুপারশপে পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ করা হয়। দেশের সকল সুপারশপে পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশনা দেয় সরকার। কিন্তু পরিবেশবান্ধব পাট বা কাপড়ের পর্যাপ্ত ব্যাগ সরবরাহ না থাকায় রাজধানীর বিভিন্ন সুপারশপে এখনো জালি ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে। অ্যাগোরা ও মিনাবাজারসহ বিভিন্ন সুপারশপে পাটের ব্যাগ থাকলেও দাম বেশি নেওয়ার অভিযোগ করেন ক্রেতারা। পাটের ব্যাগের দাম কমানোর দাবি জানান ক্রেতারা।