আওয়ামী লীগ সরকারে থাকার সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েনের মধ্যে ঢাকার বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনার আগে আগে ফেইসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে উদ্দেশ করে লেখেন, “এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খবর পেয়ে সেখানে আগুন নেভানোর জন্য দুই ইউনিট পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কোনো উষ্কানী ছাড়াই আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। হঠাৎ করে আমাদের অফিসে হামলা চালানো হয় এতে আমাদের কর্মীরা এগিয়ে আসলে প্রথমে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তারা সংগঠিত হয়ে পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।
কী কারণে হামলা চালানো হল কিংবা এতে কেউ আহত হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা আমার জানা নেই। পুরো না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে আমার কাছে এখনও তথ্য নেই।
ফুয়াদ