চারবার বিসিএস পরীক্ষা দেওয়া যাবে
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন প্রার্থীর তিনবারের অংশগ্রহণের সিদ্ধান্তের পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তিনবারের পরিবর্তে একজন প্রার্থী চারবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন। এই বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নারী ফুটবল দলের বেতনের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী বিগত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করায় ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারও পদত্যাগ করেন।
স্পিকারের অবর্তমানে সংসদ সচিবালয়ের দৈনন্দিন, প্রশাসনিক ও আর্থিক কাজ, যেমন-পদ সৃজন ও বিলুপ্তি, কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ ও হ্রাস-বৃদ্ধিকরণ, বার্ষিক বাজেট প্রণয়ন, ৩য় ও তদূর্ধ্ব গ্রেডে পদোন্নতি, নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত যাবতীয় বিষয়সহ অন্য সকল বিষয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সংসদ সচিবালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪’ শীর্ষক একটি খসড়া অধ্যাদেশ প্রেরণ করে।
এ ছাড়া বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের বাণিজ্যিক শিপিং ও সমুদ্র পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করে এ অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সমৃদ্ধ করার লক্ষ্যে ‘এগ্রিমেন্ট মেরিটাইম ট্রান্সপোর্ট কোপারেশন’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ। বিমসটেক ৭টি সদস্য দেশ- বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট। এই জোট ১৪টি প্রধান সেক্টরে বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল উল্লিখিত দেশসমূহে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় কাজ করে। এর মধ্যে, পরিবহন ও যোগাযোগ একটি অন্যতম খাত।
সদস্য রাষ্ট্রসমূহের বাণিজ্যিক শিপিং ও সমুদ্র পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করে এ অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সমৃদ্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত চুক্তিটি আগামী বিমসটেক (বিআইএমএসটিইসি) শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের সরকারপ্রধানদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে। জাতীয় প্রকল্প মূল্যায়ন নীতিমালা, ২০২৪ এবং বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।