জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের দিকে মিছিল করার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, 'জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।'
ওই পোস্টের কিছু সময় পর আরেক পোস্টে তিনি লিখেছেন, 'রাজু ভাস্কর্য থেকে ৭ টা ৩০ মিনিতে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।'
এতে বলা হয়, জ্বালানি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বরের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১০৫ টাকা দশমিক ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ হিসেবে অক্টোবরের মতোই নভেম্বরেও প্রতি লিটার অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় কিনতে হবে।
সমন্বয় করা দাম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ফুয়াদ