সায়মা ওয়াজেদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে নিয়ে ‘নজিরবিহীন’ এক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সায়মা ওয়াজেদকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বেশ পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সায়মা ওয়াজেদ-এর সাথে কাজ করতে চায় না। বরং তাকে পাশ কাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল অফিসের সাথে সরাসরি কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার।
এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সায়মা ওয়াজেদ-এর মা শেখ হাসিনা গত পাঁচই অগাস্ট তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ এবং তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বক্তব্য নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ডব্লিউএইচও’র সদরদপ্তরের কমিউনিকেশন বিভাগে বিবিসি বাংলার তরফ থেকে ইমেইল করা হলেও সেটির কোনো জবাব পাওয়া যায়নি।
অন্যদিকে সায়মা ওয়াজেদ-এর বক্তব্য জানার জন্য ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের জনসংযোগ কর্মকর্তাকে ইমেইল করা হয়েছে বিবিসি বাংলার তরফ থেকে। সেখান থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইসরাত