ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দক্ষিণখানে নর্দান বিশ্ববিদ্যালয়ে হামলা, আটক ২ 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:১৪, ৩১ অক্টোবর ২০২৪

দক্ষিণখানে নর্দান বিশ্ববিদ্যালয়ে হামলা, আটক ২ 

রাজধানীর উত্তরার দক্ষিণখানে নর্দান বিশ্ববিদ্যালয়ে হামলার চালিয়েছে বহিরাগত দুর্বৃত্তরা। এসময় শিক্ষার্থীরা দুইজনকে আটক করেছে। তারা হলো- লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন।

 বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আর আটক দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সকালে নর্দান বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধর করে ২০-৩০ জনের একদল দুর্বৃত্ত। তার দেশীয় অস্ত্র হাতে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ রাহাত, হাবিব, মনির, বিল্লাল সহ ৬/৭ আহত হন। তাদেরকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাসে হামলা ও ভাংচুর বিষয়ে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড ল্যান্ড) সাইফুল ইসলাম বলেন, সকালে পরীক্ষা চলাকালীন সময়ে কিছু বহিরাগত দুর্বৃত্ত জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। তারা প্রশাসনিক ভবন, ক্যাশ কাউন্টার, অ্যাডমিশন রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে ভাংচুর ও লুটপাট করে। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি সাধন হয়েছে। তিনি বলেন, আটক সানি ও বোরহান বিদায়ী সরকারের দোসর। 

তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তারা দুইজন এর আগেও জোরপূর্বক বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেছিল। 

এসআর

×