ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ১৫:৪৭, ৩১ অক্টোবর ২০২৪

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী মারা গেছেন

চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

 

 

 

 

সাইফুল ইসলাম চৌধুরীর জানাযার নামাজ বাদ যোহর জামে ইস্কাটন মসজিদে (বাংলামোটর মোড় জনতা ব্যাংকের পিছনে) অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনা করেছেন তিনি। একজন দানশীল মানুষ হিসেবেও তিনি অনেকের পাশে থেকেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা ও নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও সম্রাট, আজগর হোসেন, আর এস রুবেল, মতিন পাঠান, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঈসা খাঁ সহ সমিতির সব সদস্য শোক জানিয়েছেন। একইসাথে তারা সাইফুল ইসলাম চৌধুরীর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর সমবেদনা জানিয়েছেন।

ফুয়াদ

×