ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

৫০ টাকায় তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা

প্রকাশিত: ১৪:৪৫, ৩১ অক্টোবর ২০২৪

৫০ টাকায় তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা

পার্ক নয়, যেন অনৈতিক কার্যকলাপের আখড়া। স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রেমিক-প্রেমিকার পদচারণায় যেটি হয়ে উঠেছে ‘নিরাপদ ডেটিং স্পটে। ক্লাস ফাঁকি দিয়ে হাতে হাত রেখে পার্কে প্রবেশ করছেন শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে প্রেমিক যুগল নিরিবিলি কথা বলতেই ঢুকেছেন পার্কে। চারদিকে ঘুরে ঘুরে দেখছেন- কোথায় পাবেন সুবিধামতো জায়গা। এরপর সুযোগ বুঝে চলে যাচ্ছেন নির্জন স্থানে। এভাবেই চলছে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট।

 

এটি পার্ক নয়, যেন অনৈতিক কার্যকলাপের মিলনখানা। স্কুল কলেজ চলাকালিন প্রেমিক-প্রেমিকার পদচারণায় এটি হয়ে উঠেছে ‘নিরাপদ ডেটিং স্পটে। যেখানে অনেক প্রেমিক যুগল সুযোগ বুঝে লিপ্ত হচ্ছেন শারীরিক মিলনে। মাত্র পঞ্চাশ টাকার টিকিটে সেখানে চলছে এসব কার্যকলাপ।

প্রকাশ্যে এমন অনৈতিক কার্যকলাপ চললেও তাতে নেই কারও মাথাব্যাথা। পার্কের প্রতিটি কোণায় কোণায় যেনো প্রেমিক যুগলের শারীরিক মিলনের আখড়া। কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়ে আবার কেউ পরকীয়া প্রেমিকের হাত ধরেই চলে যাচ্ছেন সেখানে।

এছাড়াও প্রেমিক যুগলদের একান্ত সময় কাটানোর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। এভাবেই আধুনিকতার নামে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে চলছে এসব অনৈতিক কাজ।

 

ফুয়াদ

×