ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৪:৩৬, ৩১ অক্টোবর ২০২৪; আপডেট: ১৪:৫৫, ৩১ অক্টোবর ২০২৪

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

অটোরিক্সা চালক গোলাম রব্বানী হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করেছে হত্যাকাণ্ডের মূল হোতা বকুল মিয়াকে। উদ্ধার করা হয়েছে গোলাম রব্বানীর অটোরিক্সাটিও।অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয়েছে, অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই গোলাম রব্বানীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছিল বকুল ও তার কয়েক সহযোগী। জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়া-আঠারাবাড়ি সড়কের বড় কালিয়ান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।  নিহত গোলাম রব্বানীর বাড়ি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কালিয়ান গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্থানীয়রা কেন্দুয়া উপজেলার বড় কালিয়ান গ্রাম সংলগ্ন রতন মিয়ার বাগানে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে কেন্দুয়া থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  উদ্ধারের সময় রব্বানীর গলায়, মুখে, পেটে ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম ছিল। এ ব্যাপারে বুধবার রব্বানীর ভাগ্নে কবির মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।  

অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ছত্রিশ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সক্ষম হয় কেন্দুয়া থানা পুলিশ। ওসি মিজানুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা নিশ্চিত হয়েছি, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঝাউগড়া গ্রামের বকুল মিয়াসহ কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত।  বকুল মিয়াকে বুধবার রাতে ঝাউগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।  সে ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাবন্দিও দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা থেকে উদ্ধার করা হয়েছে গোলাম রব্বানীর অটোরিক্সাটিও।’ তিনি জানান, বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জাফরান

×