ইমরান এইচ সরকার। সাধারণ একজন নাগরিক। ২০১৩ সাল। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির মুখপাত্র হন পেশায় চিকিৎসক ইমরান। এরপর পার হয়ে গেছে প্রায় এক দশকের বেশি সময়।
গণজাগরণ মঞ্চ এখন অনেকটাই স্মৃতি। বিস্মৃত প্রায় ইমরান এইচ সরকারও।
গণজাগরণ মঞ্চ একটি আন্দোলন ছিল।সেই মঞ্চের বাস্তবতা এখন আর নেই। আবার কখনও এই নামেই কোন বড় ইস্যুতে আন্দোলন গড়ে উঠবে কী না- তাও নিশ্চিত নয়। তবে গণজাগরন মঞ্চের ব্যানারে নতুন কোনো আন্দোলনের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেশ কয়েকজন সংগঠক।
তারা বলছেন, তারা বলছেন কাদের মোল্লা ইস্যুতে তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ। সেই ইস্যু এখন নেই। তাই মঞ্চেরও কার্যক্রম নেই। এছাড়া অভ্যন্তরীণ বিশ্বাসের ঘাটতি, সংগঠকদের নিজনিজ রাজনৈতিক উদ্দেশ্যে মঞ্চের কার্যক্রম চালানোর চেষ্টাসহ বেশ কয়েকটি কারণে অনেকদিন আগেই দ্বিধাবিভক্ত হয়ে যায় মঞ্চ। সেই থেকেই স্থবির মঞ্চের কার্যক্রম। আবার এর একটি অংশ ‘নিপীড়ণের বিরুদ্ধে শাহবাগ’ নামের সংগঠন গড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
কিন্তু সম্প্রতি দলটির মুখপাত্র ইমরান এইচ সরকার আজ বুধবার ৩০ অক্টোবর তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন।পোস্টে তিনি উল্লেখ করেন,বাংলাদেশের নতুন নাম বাঙ্গিস্তান রাখলে কেমন হয়?একটা জিহাদী জোশ থাকলো!
তার এই পোস্ট ঘিরেই সোস্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায় সোস্যাল মিডিয়ায় মানুষ কী বলছে,তাই জানার চেষ্টা করেছে জনকণ্ঠ।
জুবায়ের নামে একজন লিখেছেন,আসো বাছা শাহবাগে আসো বিরিয়ানির ব্যবস্থা করি।
মাহমুদুল হাসান বলছেন,আপনি এখন কোথায়? আপনাকে শাহবাগ অনেক মিস করছে!
ইরফান লিখেছেন, বাংলাদেশের নাম পাল্টে "আব্বা শেখ মুজিবের দেশ" রাখার জোর দাবি জানাচ্ছি!।
আরিফ বলছেন,বাংগিস্তান হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কাজাগিস্তান কিরিগিস্তান ও পাশের দেশ গুলিস্তান।
সাইফুল লিখেছেন,ইমরান এইচ সরকারকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই।
মিম লিখেছেন তোমার নাম ইমরান দাস রাখলে কেমন হয়।
সুমাইয়া লিখছেন,বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে।
নেটিজেনরা অনেকেই এখন মনে করছেন বাংলাদেশের নাম ইস্যুতে হয়ত এই বার্তা দিয়ে থাকতে পারেন।আবার অনেকেই মনে করছেন আজহারীর জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এই ইস্যুতে জিহাদের কথা বলে থাকতে পারেন।এ বিষয়ে অবশ্য এখনো ইমরান কিছু স্পষ্ট করে বলেন নি।
ফুয়াদ