ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

হামলার নেতৃত্বে সাকিবের বাবা: হত্যা মামলায় নাম রাখার দাবি ছাত্রদল নেতার

প্রকাশিত: ১৬:২৬, ৩০ অক্টোবর ২০২৪; আপডেট: ১৬:২৬, ৩০ অক্টোবর ২০২৪

হামলার নেতৃত্বে সাকিবের বাবা: হত্যা মামলায় নাম রাখার দাবি ছাত্রদল নেতার

ছাত্র আন্দোলনে নিহতের মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজার (কুটিল) নাম রাখার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সেই সঙ্গে কেন হত্যা মামলায় তাঁর নাম রাখা হয়নি- এমন প্রশ্নও তুলেছেন তিনি।

 

আজ বুধবার সকালে মাগুরায় ৪ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, মাগুরায় ৪ আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা রাব্বিসহ দুজন নিহত হন। ওই হামলায় নেতৃত্ব দেন সাকিবের বাবা। অথচ ওই ঘটনায় দায়ের করা মামলায় খন্দকার মাশরুর রেজাকে রহস্যজনকভাবে আসামি করা হয়নি।

 

ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে ছাত্রদল নেতা নাছির উদ্দিন বলেন, ‘জুলাই এবং আগস্টে মাগুরায় নির্বিচারে যে গণহত্যা হয়েছে, তার ধারবাহিকতায় ৪ আগস্ট মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে তিনি শহীদ হয়েছেন। আমরা যেটি উদ্বিগ্নের সাথে লক্ষ করলাম, মেহেদি হাসান রাব্বির হত্যাকাণ্ডের যে মামলা হয়েছিল, সেই মামলায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমি কালকে নিজেই এখানকার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সেখানে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এ নিয়ে উদ্বিগ্নের কথা জানিয়েছি। সেই সাথে আমরা তাঁকে বলেছি সাকিব আল হাসান যিনি এইখানে অবৈধভাবে এমপি ছিলেন উনার বাবা ৪ তারিখ গুলি, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। ওই মিছিল থেকে মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়েছিলেন। উনার (সাকিবের) বাবাকে কেন মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি, সেটি আমরা পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছি। উনি (এসপি) বলেছেন, তদন্ত শেষে যদি প্রমাণিত হয় সাকিব আল হাসানের বাবা দোষী, তাহলে অবশ্যই উনার নাম এজাহারে অন্তর্ভুক্ত করবেন।’

 

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গণহত্যা হয়েছে, সেখানে ছাত্রদলের দুই নেতা-কর্মীসহ ১০জন নিহত হয়েছেন। এই মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়া আমাদের কাছে খুবই রহস্যজনক মনে হয়েছে। আমরা মনে করছি, মামলাতে যাদের আসামি করা হয়েছে এর বাইরেও একাধিক ব্যক্তিকে আসামি করার প্রয়োজন ছিল। বিশেষ করে সাকিব আল হাসানের বাবার বিষয়ে এখনকার গণমাধ্যমের কর্মী, সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় লোকজন আমাদের বলেছেন যে, সাকিব আল হাসানের বাবা আসামি না হওয়াটা খুবই দুঃখজনক। কারণ ৪ তারিখ উনার নেতৃত্বে হামলা হয়েছিল। সুতরাং উনাকে আসামি করার দাবি জানাচ্ছি আমরা। সেই সঙ্গে যেকয়টি মামলা হয়েছে তার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিশেষ করে মেহেদী হাসান রাব্বির হত্যার আসামিদের একজনও গ্রেপ্তার না হওয়া আমাদের কাছে খুবই রহস্যজনক মনে হয়েছে।’ 

 

মাগুরা বরুনাতৈল পশ্চিম পাড়া গোরস্থানে বুধবার সকালে ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

ফুয়াদ

×