ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

এবার কুয়েতে পুরুষ নির্যাতনের অভিযোগে বাংলাদেশি নারী গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:১৬, ৩০ অক্টোবর ২০২৪

এবার কুয়েতে পুরুষ নির্যাতনের অভিযোগে বাংলাদেশি নারী গ্রেপ্তার

কুয়েতে বাংলাদেশি পুরুষকে রুমের মধ্যে হাত বেঁধে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারী এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতন করছে– সম্প্রতি এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ ও সাদ আল-আব্দুল্লাহ তদন্ত কেন্দ্র ওই নারীকে গ্রেপ্তার করে।

ভিডিওতে ঐ নারীকে বলতে শুনা যায়, ‘রানী মেহু কিং খান, বল কে আমি কিং খান। এই রকম মারছে আমারে, আমার ৩৫ বছরের সংসার।’

 

কুয়েত সরকারের জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। প্রশাসন  নিশ্চিত করেছে যে, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

ফুয়াদ

×