ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

অনেক বেশি লোক নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে

প্রকাশিত: ২১:০৮, ২৮ অক্টোবর ২০২৪

অনেক বেশি লোক নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে কাজ করা মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য মতে, যে লোকগুলো নিখোঁজ হয়েছে, তার চেয়েও আরও অনেক বেশি লোকের নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে। অনেক নিখোঁজের স্বজনেরা এতদিন ভয়েও বলেননি যে, তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ আছেন। এসব তথ্য কমিশন পাচ্ছে এবং আমাদের (সরকার) জানাচ্ছে।

 

 

সোমবার (২৮ অক্টোবর) হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এখনও যারা গুম হয়ে আছেন, তাদের বিষয়ে সরকারের পদক্ষেপের ব্যাপারে জানতে চাইলে তিনি এই উত্তর দেন।

শফিকুল আলম বলেন, গুম কমিশন পুরোদমে কাজ করছে। আয়নাঘরের নিখোঁজদের বিষয়ে কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে। বাংলাদেশে কতগুলো আয়নাঘর ছিল, এটার স্ট্যাটাস কী, এগুলো নিয়ে তারা কাজ করছে। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে পুরো চিত্র পাওয়া যাবে।

গুম হওয়া ব্যক্তি বা তাদের স্বজনদের সরকার কোনও সহায়তা করবে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, গুম তদন্ত কমিশনের সুপারিশের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেবে।

ফুয়াদ

×