ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ

প্রকাশিত: ১৮:১৩, ২৮ অক্টোবর ২০২৪

অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ

বাংলাদেশ পুলিশের সাবেক ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ পুলিশের সাবেক ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে প্রায় ৩ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের পরিচালক মো. আক্তার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগের ভিত্তিতে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ কর্তৃক বিমানবন্দরে সাবেক ডিএমপি কমিশনারকে আটকের ঘটনায় অভিযোগগুলো আরও তীব্র হয়েছে। এখন দেখার বিষয়, এই অনুসন্ধানের ফলে কি নতুন তথ্য প্রকাশ পায় এবং অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়।

তাওফিক

×