ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ২০:১৩, ২৭ অক্টোবর ২০২৪

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে ময়মনসিংহের প্রায় অর্ধশত কৃষকদের প্রশিক্ষণ বিনামূল্যে গাজর-টমেটোর বীজ চারা বিতরণ করা হয়েছে

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উদ্যানতত্ত্ব খামারে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের (বাউরেস) পরিচালক অধ্যাপক . মো হাম্মাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক . মো গোলাম রাব্বানী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক . মো. শহীদুল হক আরোও উপস্থিত ছিলেন স্মার্ট এগ্রিকালচারের পরিচালক অধ্যাপক . মো শহিদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক . মো. রুস্তম আলী উদ্যানতত্ত্ব বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ

গাজর টমেটো গবেষণার প্রজেক্ট ইনভেস্টিগেটর উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক . মো. হারুন অর রশিদ বলেন, ‘প্রতিকূল পরিবেশ, বিশেষ করে খরা বর্তমানে বাংলাদেশের একটি উদীয়মান হুমকি যা গাজর টমেটোর পাদনশীলতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে বর্তমান বাজারে গাজর টমেটোর চাহিদা বৃদ্ধির তুলনায় কম প্রাপ্যতার কারণে দৈনন্দিন খাবারের পুষ্টিমানে ভিটামিন ভিটামিন সি এর ঘাটতি থেকে যায় সুতরাং, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশে পুষ্টি-সমৃদ্ধ রঙিন গাজর টমেটোর উন্নয়ন প্রসারণই এই প্রকল্পের সামগ্রিক লক্ষ্য

তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় দেশি-বিদেশি বিভিন্ন রঙের ৪০টি গাজরের জার্মপ্লাজম ২০টি টমেটোর জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে

×