ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

১ বার ক্ষমতায় এসে দেশ গড়ার সুযোগ চায় নুরের দল

প্রকাশিত: ০০:০০, ২৭ অক্টোবর ২০২৪

১ বার ক্ষমতায় এসে দেশ গড়ার সুযোগ চায় নুরের দল

একবার ক্ষমতায় এসে দেশটাকে গড়ার সুযোগ চেয়েছে গণঅধিকার পরিষদ।দেশবাসীর উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে।

 

 

শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি।দুপুরে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁন বলেন, ‘২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথচলা। চলার পথে হাজারো প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি। ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান। আমরা ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।গণঅভ্যুত্থানে কেন নুরুল হক নুরকে গ্রেফতার করা হলো? অনেক ইতিহাস লেখা বা বলা যায় না। ইতিহাসের পেছনে ইতিহাস থাকে। সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা এবং রাজনৈতিক দল গঠনের ৩য় বছর শেষে ৪র্থ বছরে পদার্পণ। এই সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের আন্দোলন-সংগ্রাম তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে চারিদিকে গণঅধিকার পরিষদের জোয়ার। আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে। গণমানুষের দল গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই।’

ফুয়াদ

×