ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

প্রধান উপদেষ্টার কার্যালয়

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ২৫ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:১৮, ২৫ অক্টোবর ২০২৪

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে

প্রধান উপদেষ্টার কার্যালয়


প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে যে, জুলাই ও আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করা হচ্ছে।


শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, এই সময়কালে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা মোট ৪৪ জন। নিহত পুলিশ সদস্যদের পরিচয়সহ বিস্তারিত (নাম, পদবি, কর্মরত ইউনিট, ঘটনাস্থল, এবং মৃত্যুর সময়) প্রকাশ করা হয়েছে।


প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরো বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংবাদ মাধ্যম ও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃত তথ্যের জন্য পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত তালিকা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


পুলিশ বিভাগ জানিয়েছে, গণঅভ্যুত্থান বা সহিংসতার ঘটনায় যারা আহত বা নিহত হয়েছেন তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে।

কেউ যদি দাবী করেন যে, তালিকায় উল্লেখিত সংখ্যার বাইরে আরো কেউ নিহত হয়েছেন, তবে তাদেরকে যথাযথ প্রমাণ প্রদান করার অনুরোধ করা হচ্ছে।
 

তাওফিক

×