ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

‘কতিপয় ছাত্রনেতার’ প্রভাবে উপদেষ্টারা কাজ করতে পারছেন না: নুর

প্রকাশিত: ২০:৫২, ২৫ অক্টোবর ২০২৪

‘কতিপয় ছাত্রনেতার’ প্রভাবে উপদেষ্টারা কাজ করতে পারছেন না: নুর

‘কতিপয় ছাত্রনেতার’ প্রভাবে সরকার ও উপদেষ্টারা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।তিনি বলেছেন, কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসেনি।

 

 

 

 

শুক্রবার বিকাল ৩টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতিচারণ, আহত ও নিহতদের স্মরণে দোয়া এবং স্মরণ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর।

সভায় সংহতি জানিয়ে শহিদ পরিবারের অনেকেই বক্তব্য দেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

সভায় নুর বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা এই সরকারকে ক্ষমতায় বসালেও আড়াই মাসেও আহতদের সুচিকিৎসা ও শহিদ পরিবারকে সেভাবে সহযোগিতা করতে পারেনি।অথচ এটি হওয়া দরকার ছিল এই সরকারের প্রথম কাজ। দুঃখ হয়, কষ্ট লাগে সরকারের প্রতি ক্ষোভ হয়। সরকারকে পরিষ্কার বলতে চাই ,আগামী এক মাসের মধ্যে নিহত পরিবারকে ১ কোটি ও আহত পরিবারকে অর্ধ কোটি টাকা সহযোগিতা করতে হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। জানি না কেন মুগ্ধর ভাই স্নিগ্ধকে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুনছি কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকার-উপদেষ্টারা কাজ করতে পারছেন না। 

ফুয়াদ

×