ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পঞ্চম দিনের মতো বিশ্ববাজারে আবারও সোনার দামে রেকর্ড

প্রকাশিত: ২০:০২, ২২ অক্টোবর ২০২৪

পঞ্চম দিনের মতো বিশ্ববাজারে আবারও সোনার দামে রেকর্ড

আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে সোনার দাম। স্পট মার্কেটে আজ মঙ্গলবারও স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৩৫ ডলারে।

 

 

অন্যদিকে আমেরিকার ‍ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪৮ ডলার ২০ সেন্টে। 

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ডিসেম্বরে আরও সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতিও গত মাসে দ্রুত কমেছে। এতে ব্যাংক অব ইংল্যান্ডেরও আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা আরও বেড়েছে। 

সবমিলিয়ে স্বর্ণ এখন বিনিয়োগের জন্য নিরাপদ। চলতি বছরের এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম ৩২ শতাংশ বেড়েছে।

মূল্যবান এই ধাতুটির দাম সব রেকর্ড ভেঙে বাজারে এখন সর্বোচ্চ অবস্থানে। ইতিহাসে প্রথমবার গত শুক্রবার স্পট মার্কেটে আউন্সপ্রতি দাম ছাড়িয়েছে ২ হাজার ৭০০ ডলার।

শনিবার সকাল থেকেই বাজার আরও উর্ধ্বমুখী। প্রায় ১ শতাংশ স্বর্ণের দাম বেড়ে আউন্স প্রতি বিক্রি হয় ২ হাজার ৭২১ ডলারের বেশিতে। 

 

ফুয়াদ

×