ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

এবার সরকার ও সেনাপ্রধানকে যে আল্টিমেটাম দিল সমন্বয়করা

প্রকাশিত: ১৭:৪৯, ২২ অক্টোবর ২০২৪; আপডেট: ১৭:৫১, ২২ অক্টোবর ২০২৪

এবার সরকার ও সেনাপ্রধানকে যে  আল্টিমেটাম দিল সমন্বয়করা

৭২ এর সংবিধান বাতিল, রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণাসহ ৫ দফা দাবিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের এই আয়োজনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বঙ্গভবনে বসে ষড়যন্ত্র করলে কড়া জবাব দেবে ছাত্র-জনতা। প্রয়োজনে আবারও কঠোর আন্দোলনে নামার ঘোষণাও দেয় তারা।

 

তারা বলেন, বাংলাদেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না। সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করতে সেনাপ্রধানকেও আল্টিমেটাম দেয় তারা।

পরে শহীদ মিনারের এই কর্মসূচি থেকে ৫ দফা ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

ফুয়াদ

×