ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

আলোচনা সভায় মেজর হাফিজ

সংসদীয় আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২০, ২১ অক্টোবর ২০২৪

সংসদীয় আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে

.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ অনুষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত সংসদীয় আসন ভিত্তিক নির্বাচনের প্রক্রিয়া রয়েছেজনগণ সিদ্ধান্ত নেবে কোনটি হবেকোনোভাবেই কোনো ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া যাবে নাজনগণের মতো ও অধিকারকে উপেক্ষা করার সুযোগ নেইবিএনপি মনে করে সংসদীয় আসন ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া তা অব্যাহত থাকবে৩১ দফায় বলা আছে আমরা কী ধরনের সংস্কার চাই

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এ আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাইআমরা কেউ পার্শ্ববর্তী দেশের গোলাম হয়ে থাকতে চাই নাজুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেটিকে হেলায় হারাতে চাই না

তিনি বলেন, একাত্তরে জাতির যারা বড় নেতা ছিলেন, তারা গর্তে বা পার্শ্ববর্তী দেশে লুকিয়ে ছিলেনস্বাধীনতাকামী মানুষ সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলআওয়ামী লীগ কখনো কাউকে কৃতিত্ব দিতে জানে না

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিতাড়িত স্বৈরাচারী শক্তি ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেচারদিকে ভয়ংকর গুজব ছড়ানো হচ্ছেবলা হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগপত্র নাকি পাওয়া যাচ্ছে না, কারও কাছে নাকি নেই তার পদত্যাগপত্রএর মধ্য দিয়ে একশ্রেণির মানুষকে বোঝানো হচ্ছে, শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রীএর চেয়ে বড় মিথ্যাচার আর হতে পারে না

একাত্তরের রণাঙ্গনের এ মুক্তিযোদ্ধা বলেন, ব্যালটের রাজনীতি ছাড়া আওয়ামী লীগের মধ্যে স্বাধীনতার ঘোষণার কোনো মানসিকতাও ছিল না২৭ মার্চ আওয়ামী লীগ হরতাল ডেকেছিলতাজউদ্দীন আহমদ বারবার স্বাধীনতার ঘোষণা দিতে অনুরোধ করেছিলেনকিন্তু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেননিস্বাধীনতা ঘোষণা করলে বিচ্ছিন্নতাবাদী হবেন! পাকিস্তান সরকারের বিচারের মুখোমুখি হবেন এমন কথা বলেছিলেন শেখ মুজিব

তিনি বলেন, শেখ মুজিব ও আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা দেয়নিস্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানতার নেতৃত্বে জনতা মুক্তিযুদ্ধ করেছেএরপর ১৯৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলে

স্বৈরাচার চলে গেলেও তার টিমের রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়তে আছেন মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো জানে না, কোনোভাবে বাংলাদেশের মানুষের জনজীবনে দুর্যোগ নেমে এলে বা টালমাটাল হলে, এই ব্যক্তি আবার শেখ হাসিনার বন্দনায় নেমে পড়বেনএতে কোনো সন্দেহ নেই

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, ১৭ বছর ধরে নির্যাতন ও জেলজুলুমের শিকার হয়েছেন, তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেনদেখেবেন, রাতে যারা মিছিল করে বারবার দরকার শেখ হাসিনা সরকার’, তারা আর বের হওয়ার সাহস পাবে না

বিএনপির এ নেতা বলেন, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোকএই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবেপ্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র সফলকাম হয়ে যাবেআমরা কারও গোলাম হতে চাই না, আমরা সিকিম হতে চাই নাআমরা অবশ্যই চাইব, ড. ইউনূসের সরকার সফল হোক

বাংলাদেশ বিরাট ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত মন্তব্য করে হাফিজ বলেন, এ দেশের ঐক্য ও স্বাধীনতা বিনষ্ট করতে, মানুষের জীবনে আবার দুর্যোগ নামাতে প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেতার প্রমাণ, জনধিকৃত ও বিতাড়িত ব্যক্তিরা ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেএ ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করতে হবে

ক্ষমতা জনগণের হাতে তুলে দেন : জাহিদ ॥ অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনতিনি বলেন, তাদের বলব জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন

সোমবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদেন শেষে তিনি এ কথা বলেনযুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদসহ অন্য নেতাদের দেশে আগমন উপলক্ষে এদিন জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়

আগামী সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে আসা প্রস্তাবের প্রসঙ্গে জাহিদ বলেন, আজ অনেকে বলেন সংখ্যানুপাতিক অনুযায়ী নাকি সংসদে আসন থাকতে হবেআমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া পর থেকে সংসদীয় আসন অনুযায়ী নির্বাচন হয়ে আসছেএখানে কেউ চাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাপিয়ে দিতে পারবে নাজনগণ সিদ্ধান্ত নেবে কোনো প্রক্রিয়া নির্বাচন হবে

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দাবি রিজভীর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবেঅন্তর্বর্তী সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে

সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার ওপর গুলি করা অপরাধীদের অনেকে পালিয়ে যাচ্ছেদেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগআইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নিঅবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেনতাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিযাদের জন্য আমরা মুক্তির সুবাতাস পাচ্ছি, তাদের পাশে আমাদের থাকতে হবে। 

বিএনপির এ নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা দেওয়া, তাদের পাশে থাকা এবং খোঁজ-খবর নেওয়ার জন্যই আমরা বিএনপি পরিবারনামে সংগঠনটি কাজ করে যাচ্ছে

দ্রব্যমূল্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভীতিনি বলেন, মানুষ না খেয়ে থাকে এমন যেন না হয়মানুষ যাতে দুমুঠো খেতে পারে, সেজন্য বাজার সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবেআমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক ড্রাইভ দেখতে পাচ্ছি না

যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন- দুদু ॥ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র, জনগণ আপনাদের প্রতি সমর্থন আছে সেই সমর্থনকে অবজ্ঞা করবেন নাতিনি বলেন, যা সংস্কার করার দরকার করেনসংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেনদুদু বলেন, বাজারের অবস্থা ভালো নাসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছেআইনশৃঙ্খলা পরিস্থিতিও তেমন ভালো নাঅথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়াসেই উদ্যোগ, সেই কাজ আমরা লক্ষ্য করছি না

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নানান দিক থেকে নানা কথা শোনা যাচ্ছেআপনারা সংস্কার করুনতবে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার ব্যবস্থা করতে হবেবিএনপিসহ সব রাজনৈতিক দল আপনাদের সমর্থন করছেআপনাদের প্রতি দেশবাসীর সমর্থন আছেআপনাদের প্রতি ছাত্রদের সমর্থন আছেএই সমর্থনকে অকার্যকর করবেন নাঅবজ্ঞা করবেন না

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুফর রহমানের সভাপতিত্বে জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল

 

×