ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে নামা শিক্ষার্থীরা যত সম্মানি পাচ্ছেন

প্রকাশিত: ১৯:৫২, ২১ অক্টোবর ২০২৪

সড়কে শৃঙ্খলা ফেরাতে নামা শিক্ষার্থীরা যত সম্মানি পাচ্ছেন

রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে আবারও মাঠে নামানো হচ্ছে শিক্ষার্থীদের। এবার তাদের সম্মানি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

 

সোমবার রাজারবাগ পুলিশ লাইনস-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পক্ষ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ট্রাফিক বিভাগ বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের চেষ্টা থাকা স্বত্বেও আশানুরূপভাবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়নি। সরকারি ও বেসরকারি সংস্থাকেও সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুধু সরকার কিংবা পুলিশের কাজ করার মাধ্যমে ঢাকা মহনগরীর ট্রাফিক ব্যবস্থা আশানুরূপভাবে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য নগরে বসবাসকারী প্রতিটি সদস্যের সম্পৃক্ততা প্রয়োজন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে যেমন গাড়িচালক ও ট্রাফিক পুলিশের দায়িত্ব রয়েছে, তেমনি নগরীর অধিবাসীদেরও ট্রাফিক আইন মেনে চলা কর্তব্য।’

 

সড়কের শৃঙ্খলা ফেরাতে নামা শিক্ষার্থীরা কত সম্মানি পাচ্ছেন,তা এখনি জানা সম্ভব হচ্ছে না।

ফুয়াদ

×