ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে ফের নামছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৯:৪২, ২১ অক্টোবর ২০২৪

সড়কে শৃঙ্খলা ফেরাতে ফের নামছে শিক্ষার্থীরা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে আবারও মাঠে নামানো হচ্ছে শিক্ষার্থীদের হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

 

সোমবার রাজারবাগ পুলিশ লাইনস-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পক্ষ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার ট্রাফিক পক্ষ-২৪‘-এ আমাদের সঙ্গে কাজ করতে ছাত্র ভাইয়েরা যোগ দিয়েছেন। প্রথম প্রর্যায়ে প্রায় তিন শতাধিক ছাত্র ট্রাফিক পক্ষে কাজ করবেন। পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এজন্য তাদেরকে আমরা সম্মানি দেব। ৫ আগস্টের পর তারা রাস্তায় বেশ ভালো কাজ করেছে। এখনও আবার আমাদের সঙ্গে কাজ করলে তারা হয়ত রাস্তায় পরিস্থিতির কিছুটা (ট্রাফিক ব্যবস্থার) উন্নয়ন ঘটাতে পারবেন।’

ফুয়াদ

×