ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

বিএনপিকে ভোট দেওয়ায় নারীকে ধর্ষণের ঘটনায় এনজিও চুপ ছিল : আমীর খসরু

প্রকাশিত: ২১:৪৬, ১৯ অক্টোবর ২০২৪

বিএনপিকে ভোট দেওয়ায় নারীকে ধর্ষণের ঘটনায় এনজিও চুপ ছিল : আমীর খসরু

আমীর খসরু

আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা নির্যাতিত হলেও নারী অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বেছে বেছে প্রতিবাদ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আজকে এখানে অনেকে বলছেন, তারা সবসময় নারী নির্যাতন বন্ধে কাজ করেছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। আমি বলবো, এটা সঠিক নয়। আপনারা সিলেক্টিভলি (বাছাই করে) কাজ করেছেন। বিএনপিতে ভোট দেওয়ায় নোয়াখালীতে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল, সবার মনে আছে নিশ্চয়ই। তখন তো অনেক নারী অধিকার সংগঠন প্রতিবাদটুকুও করেনি, সোচ্চারও হয়নি। এমন বহু ঘটনা আমি দেখাতে পারবো।

 

আজ শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভার আয়োজন করা হয়।

দেশে কর্মরত তিন শতাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), নাগরিক সংগঠন ও প্ল্যাটফর্ম, নারী আন্দোলন, মানবাধিকার সংগঠন, সামাজিক উদ্যোক্তা এবং গবেষকদের ঐক্যজোট সিএসও অ্যালায়েন্স এ পরামর্শ সভার আয়োজন করে।

ফুয়াদ

×