ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

দেশের টেলিযোগাযোগ আফ্রিকার পর্যায়ে : আফগানিস্তানের কিছুটা ওপরে

প্রকাশিত: ২০:৪৩, ১৯ অক্টোবর ২০২৪

দেশের টেলিযোগাযোগ আফ্রিকার পর্যায়ে : আফগানিস্তানের কিছুটা ওপরে

দেশের টেলিযোগাযোগ খাত ও ইন্টারনেট পরিষেবা নিয়ে হতাশা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। দেশের ইন্টারনেট ব্যবস্থা স্মার্ট বা ডিজিটাল নয় আফ্রিকার পর্যায়ে এবং আফগানিস্তানের কিছুটা ওপরে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বিটিআরসির জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

 

শনিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বিটিআরসির ক্ষমতায়ন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০১০ ও বর্তমান প্রেক্ষাপট’ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা তুলে ধরা হয়।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে টেলিকম বিশেষজ্ঞ ও অ্যামটবের সাবেক প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন। সংস্কারের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আমরা ডিজিটালও না স্মার্টও না। আমরা আফ্রিকার পর্যায়ে রয়েছি। আফগানিস্তানের কিছুটা ওপরে। ভয়েসের দিন শেষ হলেও এখনো দেশের মোবাইল অপারেটরদের এখান থেকেই ৫০ থেকে ৬০ শতাংশ আয় আসে। মানসম্মত সেবা দিতে হলে এখনই টেলিযোগাযোগ নীতিমালা হালনাগাদ করা দরকার।

 

ফুয়াদ

×