ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

বিশ্ববিদ্যালয় দিবসে তিন সুবিধা পাবে জবির প্রথম বর্ষের শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮:৪২, ১৭ অক্টোবর ২০২৪

বিশ্ববিদ্যালয় দিবসে তিন সুবিধা পাবে জবির প্রথম বর্ষের শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির বয়স আঠারো পেরিয়ে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আগামী ২০ আক্টোবর। এই দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন তাঁরা। সেগুলো হলো, একটি আইডি নম্বর, আইডি কার্ড একটি প্রাতিষ্ঠানিক -মেইল।

বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য জবি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . মো. জুলফিকার মাহমুদ

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবে। যা আমরা আগে প্রথম দিনেই দিতে পারিনি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর, আইডি কার্ড একটা ইনস্টিটিউশনাল -মেইল পেয়ে যাবে। যা আগের আবেদন করে নিতে হতো।

আইটি দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড প্রতিষ্ঠানিক -মেইল পাবে। অতীতে আমরা এতো দ্রুত কোনো ব্যাচকে কার্ড দিতে পারি নাই। আবার আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল পেতে আবেদন করতে হতো। এবারই প্রথম দ্রুততার সঙ্গে সব বাস্তবায়ন করা হচ্ছে

 

×