ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

বিড়াল তাড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৬:০৯, ১৭ অক্টোবর ২০২৪

বিড়াল তাড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বিড়াল। ফাইল ছবি

বিড়াল তাড়াতে গিয়ে রাজধানীর ডেমরা সানারপাড়ের একটি বাসার সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুশরা নামে ৪ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী বশির মিয়া জানান, তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। বর্তমানে পশ্চিম সানারপাড়ে ভাড়া বাসায় থাকেন। বশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রণ অফিসের অফিস সহকারী। আর তার স্ত্রী সোনিয়া গৃহবধু। সকালে একটি বিড়াল ৪র্থ তলার তাদের বাসায় ঢুকে পড়ে। তখন সেই বিড়াল তাড়িয়ে দেয়ার সময় ৪র্থ তলার সিঁড়ি থেকে এক ধাপ নিচের সিঁড়িতে পড়ে যান। এতে মাথাসহ শরীরে গুরুতর জখম হয় তার। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি জানান, সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এম হাসান

×