ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান

প্রকাশিত: ১৭:৪৪, ১৬ অক্টোবর ২০২৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান

তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর কর্তৃক ডিমের সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য নিশ্চিত করণের লক্ষ্যে ঢাকা মহানগরের  পল্লবী থানাধীন কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। 

অভিযানে দেখা যায় পল্লবী থানাধীন কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে অবস্থিত রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১.০০ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে, ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয় নি। 

বর্ণিত অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানাসহ মাইকিং করে সমস্ত ডিম সরকারি ১১.৮৭ টাকা দরে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।

উক্ত অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ এবং পল্লবী থানা পুলিশ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শহিদ

×