ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ষড়যন্ত্র করতে বিদেশে জয়ের লবিস্ট নিয়োগ: ইশরাক হোসেন

প্রকাশিত: ০৯:৫১, ১২ অক্টোবর ২০২৪

ষড়যন্ত্র করতে বিদেশে জয়ের লবিস্ট নিয়োগ: ইশরাক হোসেন

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। যেন বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায়। 

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মাঝে সম্প্রীতির সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ৪শ’ বছরের পুরোনো হিন্দু-মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি করা হবে।

তাসমিম

×