ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

‘আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না’ বাজার নিয়ে অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০১:৫৭, ১০ অক্টোবর ২০২৪

‘আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না’ বাজার নিয়ে অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বাজারে গেলেই সব নিত্যপণ্যের দামে অস্থিরতা রয়েছে। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।’

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে। এ সময় তিনি এসব কথা বলেন।

বেশ কয়েক দিন ধরে বাজারে ডিম সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এতে ডিমের ডজন ১৭০ টাকা ছাড়িয়েছে। ডিমের দাম কবে কমবে এমন প্রশ্নের মুখে পড়েন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ‘কত দিনের মধ্যে কমতে পারে’ সাংবাদিকের এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

‘বাজারে জিনিসপত্রের দাম অনেক’ সাংবাদিকের এ প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি অফিশিয়ালি ১ শতাংশ কমেছে। দ্রব্যমূল্য কমাতে একটু সময় লাগবে। এরই মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। তেলের ওপর শুল্ক কমিয়েছি। আজকে চিনির ওপর শুল্ক কমিয়ে দেওয়া হলো।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজকে মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।

কত দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে? এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হবেন না। এ জিনিসটা কিন্তু অনেক জটিল। মনে করেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে।’

বারাত

×