হাসপাতালে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি কারাগারে বাথরুমে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তবে সূত্র বলছে, কারগারে তার ওপর হামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে রয়েছেন।
চমেক সূত্র জানায়, এম এ লতিফ মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেনে রক্ত জমাট ধরা পড়েছে। চিকিৎসা চলমান রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান কালবেলাকে বলেন, সন্ধ্যার পর সংসদ সদস্য এম এ লতিফকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথায় একটা সমস্যা পাওয়া গেছে। সমস্যাটা হলো ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। যেটাকে আমরা চিকিৎসা ভাষায় হেমাটোমা বলি। এ ছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি এখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেনকে বলেন, তিনি অজু করতে গিয়ে বাথরুমে পড়ে আঘাত পান। এই ঘটনাকে অন্যভাবে বলে গুজব রটানো হচ্ছে।
এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এম এ লতিফকে গ্রেপ্তার দেখানো হয়।
বারাত