বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রাথমিক একটি খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সেই তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নাম অন্তর্ভুক্ত করতে প্রমাণাদি নিয়ে সংশ্লিষ্ট মহলে যোগাযোগের কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস এ আহ্বান জানান। এছাড়া ওই পোস্টে সুবিধাভোগীদের সাবধানও করে দিয়েছেন তিনি।
পোস্টে সারজিস লেখেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যে সকল শহীদ ও আহত ভাইবোনদের নাম এখনো সরকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তারা জেলা সিভিল সার্জনের অফিসে গিয়ে উপযুক্ত তথ্য, পেসক্রিপশন, মেডিক্যাল রিপোর্ট নিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারেন। তার পূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিবেন যে সেই নামটি অলরেডি তালিকাভুক্ত হয়েছে কিনা।
এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, তবে সাবধান! কেউ কোনো সুবিধার আশায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন ভুয়া নাম অন্তর্ভুক্ত করতে যাবেন না।
ফুয়াদ