ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

এনটিভির বার্তা সম্পাদক খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ কি? 

প্রকাশিত: ২৩:৩৪, ১ অক্টোবর ২০২৪

এনটিভির বার্তা সম্পাদক খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ কি? 

ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনটিভির বার্তা সম্পাদক ছিলেন। বিষণ্ণতা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক সীমান্ত খোকন বিষণ্নতা থেকে আত্মহত্যার করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। 

জানা গেছে, বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এবং বেলা পৌনে ১১ টায় ডিআরইউ চত্বরে তার জানাজা হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বারাত

×