ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যমুনা অভিমুখে যাত্রা শিক্ষার্থীদের 

প্রকাশিত: ১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

যমুনা অভিমুখে যাত্রা শিক্ষার্থীদের 

চাকরির বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছরের দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছেন তারা। দাবি মানা না হলে লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ৩৫ প্রত্যাশী নেতা বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশী চাকরি প্রত্যাশীরা আসছেন। আজ আমরা ৩৫ বাস্তবায়নের প্রজ্ঞাপন হাতে নিয়ে তবেই ফিরব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস না পাচ্ছি, আমরা শাহবাগ থেকে সরছি না। 

তিনি আরো বলেন, অনেক আশ্বাস পেয়েছি। অনেক বলা হয়েছে যে, এ নিয়ে সরকার ভাবছে। এখন মানুষ আমাদের হাসাহাসি করে। এভাবে আর কত! আজকে যদি দাবি না মানা হয়, আমরা লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছি। সেটা এই শাহবাগ থেকেই শুরু হবে।

সমাবেশে সংহতি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সমাবেশে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শত রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেখানে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল এ রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে। এটা আমি কখনো আশা করিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে এ জায়গায় নিয়ে এসেছেন। তাহলে আবার কেন এ বৈষম্য (চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা) থাকবে? এ বৈষম্য থাকতে পারে না। এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন, ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এ ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা নেই? কেন দয়া নেই। আমি এটি আপনাদের কাছে জানতে চাই। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে মেনে নিচ্ছেন না। আমি আশা করি আপনারা এ যৌক্তিক দাবি মেনে নেবেন।

সমাবেশে অংশ নেয়া ৩৫ প্রত্যাশীদের ভাষ্য, সেশনজট, করোনাসহ নানা কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের দাবি, তারা চাকরি চান না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চান। চাকরিতে আবেদনের বয়সসীমা বর্তমানে ৩০। এটা অযৌক্তিক ও বৈষম্য। বিশ্বের সব দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ঊর্ধ্ব। তাহলে তারা কেন এই বৈষম্যের শিকার হবেন।

এ সময় চাকরি প্রত্যাশীরা হাতে ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নেন।

এর আগে, সকাল ৯ টায় একে একে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয় ৩৫ প্রত্যাশীরা। পরে সেখানে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দুপুর সোয়া ১টায় তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যান। পরে সেখান থেকে ঘুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন।

এই বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি হাসান মাহমুদ নাছের বলেন, সমাবেশকারীরা তাদের আন্দোলন করতে পারেন, দাবি জানাতে পারেন। এতে আমাদের কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ ও জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আমরা অবস্থান নিয়েছি।


 

শহিদ

×