ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

বিচারপ্রার্থীদের সেবায় সুপ্রিম কোর্টে হেল্পলাইন নম্বর চালু

প্রকাশিত: ১৩:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বিচারপ্রার্থীদের সেবায় সুপ্রিম কোর্টে হেল্পলাইন নম্বর চালু

সুপ্রিম কোর্ট। ফাইল ফটো

বিচারপ্রার্থী ও সেবাগ্রহিতাদের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো 01316154216।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী ও সেবাগ্রহিতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে, যে কোনো প্রতিবন্ধকতায় সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, উক্ত গ্রহিতাকে সেবার জন্য এ হেল্পলাইন নম্বরটি চালু করা হলো। নম্বরটি হলো 01316154216। এ নম্বররে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে, কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
 
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এটি পরিচালনা করবেন এবং সেবা দেবেন। সরকারি ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত চালু থাকবে। তবে সকাল ১০টা বিকেল ৪টা পর্যন্ত এ নম্বরে ফোন করা যাবে।
 
 

 এসআর

×