ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

প্রকাশিত: ১৮:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৯:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৪

৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

ঢামেকে সাবেক রেলমন্ত্রী সুজন

সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয় ১৬ সেপ্টেম্বর রাতে। পরে ২২ সেপ্টেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ড চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় পুলিশের প্রিজন ভ্যানে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় যাত্রাবাড়ী থানার পুলিশ তাকে নিয়ে আসে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সন্ধ্যা ৬টার দিকে তাকে আবার নিয়ে যাওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

 

শহিদ

×