আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী
জামিন না’মঞ্জুর করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এদিকে, এর আগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকেও গ্রেফতার করে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
শহিদ