ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

তিনদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তবে...

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তবে...

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু

তিনদিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও কয়েকজন।

সফরে প্রতিনিধি দল প্রধান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর মার্কিন প্রতিনিধি দলের এ সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এদিকে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না। তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে।

এবি

×