দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থল ভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে। যা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে এটি আজ রাতের মধ্যে নিম্নচাপের সৃষ্টি করবে।
সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশের পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য তিন বিভাগে কম বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, শনিবার পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা। এ ছাড়া দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
কক্সবাজারে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৩৭৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
এবি