ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ২৩:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৪

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

রিকশার ধাক্কায় মিরা সরকার নামে দেড় বয়সী এক শিশু নিহত

রাজধানীর কাফরুল ইব্রাহিমপুর ঈদগা রোড এলাকায় রাস্তায় খেলার সময় একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মিরা সরকার নামে দেড় বয়সী এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নয়ন বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। বিকেলের দিকে বাসার সামনে খেলছিল আমার মেয়ে। এক পর্যায়ে সে রাস্তায় চলে যায়। ওই সময় একটি ব্যাটারিচালিত রিকশা দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বামনাছড়া গ্রামে। বর্তমানে ইব্রাহিমপুর ঈদকা রোড এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার একটা মাত্রই সন্তান ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বারাত

×