ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এফবিআই টিমের সঙ্গে বৈঠক

পাচার লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে দুদকের কাজ শুরু

​​​​​​​স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৪

পাচার লাখ কোটি টাকা ফিরিয়ে  আনতে দুদকের কাজ শুরু

.

শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া প্রায় এক লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজে দুদককে সাহায্য করছে বিভিন্ন সংস্থা। এবার বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরন এফবিআইয়ের সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি টিম। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। দলটি দুদকের মানি লন্ডারিং লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভা করেন বলে জানা গেছে।

ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারের প্রায় ২০০ ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে গোপন প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে। যার মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক এমপি, ব্যবসায়ী, পুলিশ আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অনুসন্ধান তদন্ত কাজ আরও নিখুঁত করতে এবং সরকার গঠিত টাস্কফোর্সে কর্মকাণ্ড সংক্রান্ত দেশী-বিদেশী সহায়তা নিতে যাচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ওই টিম দুদকে বৈঠক করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এফবিআইয়ের সঙ্গে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যৌথ টাস্কফোর্স। ওই টাস্কফোর্স কীভাবে কাজ করলে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে, আমরা বিষয়ে তাদের সহযোগিতা চাইব। দুদকের সঙ্গে এফবিআইয়ের সভা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার জোর প্রচেষ্টা থাকবে। যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে কি না, সে বিষয় নিয়েও আলোচনা হবে। তারা পরামর্শক হিসেবেও থাকতে পারে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। তাদের সঙ্গে আলোচনার পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

দুদকের এক মহাপরিচালক জানান, মানি লন্ডারিং প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করেছে দুদক। ছাড়া পাচার হওয়া টাকা উদ্ধারে আমাদের সফলতা আছে। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন আমাদের সক্ষমতা এফবিআইকে জানানো হয়েছে। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কোনো সাহায্য নেওয়া যায় কি না সে বিষয়ে আমাদের কথা  হয়েছে। বিষয় বিশদ আলোচনা হয়েছে। ছাড়া যৌথ টাস্কফোর্স নিয়েও আলোচনা হয়েছে। দুদকের সঙ্গে এফবিআইয়ের সভা নতুন নয়। এমনকি দুদকের সঙ্গে এফবিআইসহ একাধিক বিদেশী আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় বলে জানান তিনি।

এদিকে রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা . সালেহ উদ্দিন আহমেদ বলেছিলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হবে। টাস্কফোর্সের কর্মপদ্ধতি কী হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। কিছু দিনের মধ্যে এই টাস্কফোর্স দৃশ্যমান হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে। সরকারের বিশেষ টাস্কফোর্সে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন, অর্থ বিভাগ, এনবিআর, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইত্যাদি সংস্থার প্রতিনিধিরা থাকছেন বলেও জানা গেছে।

 

×