ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

এনআইডি সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা

প্রকাশিত: ২২:২৭, ২৯ আগস্ট ২০২৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা

ফাইল ফটো

মাঠপর্যায়ে বিভিন্ন দপ্তরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত ৪৭ হাজার ৮০৩টি আবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইসির এনআইডি শাখার পরিচালক মো. ফরহাদ হোসেন এ সংক্রান্ত নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন ‘অ্যাডিশনাল ডকুমেন্ট রিকুয়ার্ড’ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

এতে আরও বলা হয়, এসব আবেদন ২০১১ সাল এবং তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ‘ক’ ক্যাটাগরির ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ‘অ্যাডিশনাল ডকুমেন্ট রিকুয়ার্ড’-এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ৭টি ক্যাটাগরিতে আবেদনগুলো নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন।

এসআর

×