ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

‘হাসিনাকে আশ্রয় ও পানি ছাড়ায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে’

প্রকাশিত: ১৩:১০, ২২ আগস্ট ২০২৪

‘হাসিনাকে আশ্রয় ও পানি ছাড়ায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ তরে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় এবং পানির সুইচ গেইটগুলো খুলে দেওয়ায় দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারে তাকে ক্রীড়া উপদেষ্টা করা হয়। 

এম হাসান

×